The United Nations is concerned about the situation in Bangladesh
বাংলাদেশ
নিজস্ব সংবদদাতা:কোটাবিরোধী আন্দোলনের জেরে অগ্নিগর্ভ বাংলাদেশ। ঘটনায় উদ্বিগ্ন রাষ্ট্রসংঘ। আন্দোলনের তীব্রতা দিন দিন বেড়েই চলেছে। পুলিশের সঙ্গে কোটা বিরোধী আন্দোলনকারীদের দফায় দফায় সংঘর্ষের জেরে কার্যত অচল বাংলাদেশ। ঘটনায় উদ্বেগ প্রকাশ করল রাষ্ট্রসংঘ।
শুক্রবারেও ঢাকার বিভিন্ন এলাকায় পুলিশের সঙ্গে কোটা বিরোধী আন্দোলনকারীদের দফায় দফায় সংঘর্ষ হয় । এএফপি সূত্রে খবর,
বৃহস্পতিবার সংঘর্ষের জেরে অন্তত ৩২জন প্রাণ হারিয়েছেন। প্রায় দেড় হাজার মানুষ জখম হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামানো হয়েছে পুলিশ, ব়্যাব, বিজিবি সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের।
পরিস্থিতি মোকাবিলার জন্য দ্রুত সমাধানের পথ খুঁজে বের করার আবেদন জানান রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরাস।
বাংলাদেশের পরিস্থিতির ওপর নজর রাখছেন রাষ্ট্রসংঘের মহাসচিব। বাংলাদেশের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন তাঁর মুখপাত্র স্টিফেন ডুজারিক। রাষ্ট্রসংঘের মহাসচিব ঢাকা কর্তৃপক্ষকে দেশের তরুণ জনগোষ্ঠীর সঙ্গে হাত মিলিয়ে সমস্যার সমাধান খুঁজে বের করার আহ্বান জানান স্টিফেন ডুজারিক।