BNP Jamaat Chhatra Dal Shibir is trying to destroy the development of Bangladesh, said Prime Minister Sheikh Hasina
বাংলাদেশ
নিজস্ব সংবাদদাতা : বাংলাদেশের উন্নয়নকে ধ্বংস করতে থাবা বসিয়েছে বিএনপি জামায়াত ছাত্রদলশিবির।সোমবার সন্ধ্যায় গণভবনে ১৪ দলের নেতাদের সঙ্গে বৈঠকে এমনই মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘শিবির-ছাত্রদল-বিএনপি-জামায়াত জঙ্গি। দেশের উন্নয়নকে ব্যাহত করতে তারা আমাদের ওপর থাবা বসিয়েছে। বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে, তা আসলে রাজনৈতিক কিছু নয়। এসব সম্পূর্ণ জঙ্গি কার্যকলাপ। এর উদ্দেশ্য বাংলাদেশকে ধ্বংস করা।’
কোটা আন্দোলনকে রাজনৈতিক স্বার্থে কাজে লাগিয়ে দেশব্যাপী ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে বলে বিএনপি-জামায়াতকে কাঠগড়ায় তুললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন,‘বাংলাদেশের নাম শুনলে সবাই সমীহ করে। সবাই সম্মানের চোখে দেখে। আর্থসামাজিক ও পরিকাঠামোগত উন্নয়নের মধ্য দিয়ে বাংলাদেশকে একটা আন্তর্জাতিক পর্যায়ে আমরা তুলে আনতে সক্ষম হয়েছি।’
প্রধানমন্ত্রীর অভিযোগ, দিনরাত পরিশ্রম করে বাংলাদেশ যে সম্মান অর্জন করেছে, তা ধূলিস্যাৎ করেছে বিএনপি-জামায়াত। তিনি আরও বলেন, ‘যেভাবে তারা জনস্বার্থে নির্মিত একের পর এক সরকারি স্থাপনা ধ্বংস করেছে, এটি অত্যন্ত পরিতাপের বিষয়। ধ্বংসের মাধ্যমে তারা কার উদ্দেশ্য পূরণ করেছে?’
‘আন্দোলনের নামে ধ্বংসলীলা চালানোর জন্য বিপুল পরিমাণ অর্থ বিএনপি-জামায়াত কোথা থেকে পেল?’ এই প্রশ্নও তুললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।