Electric pole fire in Barisal city, internet down
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: বরিশালে নগরীতে বৈদ্যুতিক খুঁটিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে সদর রোড এলাকার বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বন্ধ রয়েছে। শুক্রবার (১ নভেম্বর) সকাল ৬টার দিকে নগরীর সদর রোড এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, আগুন লাগার পর সেখানে থাকা বিদ্যুৎ ও ইন্টারনেটের তার পুড়ে যায়। এ ঘটনার পর বন্ধ রয়েছে সদর রোড, গির্জা মহল্লা এলাকার বিদ্যুৎ সংযোগ। পাশাপাশি বন্ধ রয়েছে ইন্টারনেট সেবা ও ব্যাংকের বুথের টাকা উত্তোলন সেবাও। জানা যাচ্ছে, এখানে ৩২ টি ইন্টারনেট কোম্পানির প্রায় দশ হাজার লাইন ছিল। তবে খুব দ্রুত সময়ের মধ্যে বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ পুরোপুরি সচল হবে বলে জানিয়েছেন ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) সহকারী প্রকৌশলী জিয়াউল আহসান মাইনুল।তিনি বলেন, সকালে খুঁটির তারের সঙ্গে একটি গাড়ির ধাক্কায় বৈদ্যুতিক শর্টসার্কিট হলে আগুন লেগে যায়। খবর পেয়ে দ্রুত বিদ্যুৎ অফিস উদ্যোগ নেয় এবং ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে ওই এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। সংযোগ স্বাভাবিক করার জন্য খুব দ্রুত কাজ চলছে।