Awami League Tribute to Bangabandhu Sheikh Mujibur Rahman’s Younger Son Shaheed Sheikh Russell on the Birthday Occasion
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শহীদ শেখ রাসেলের ৬১তম জন্মদিন। এ উপলক্ষ্যে বনানী কবরস্থানে আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন, দোয়া মাহফিল ও খাবার বিতরণ করা হয়েছে। তবে এবার রাষ্ট্রীয়ভাবে ‘শেখ রাসেল দিবস ২০২৪’ পালন করা হয়নি।আজ শুক্রবার সকাল সাড়ে ৬টায় বনানী কবরস্থানে শহীদ শেখ রাসেলের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।এ সময় সাবেক ছাত্রলীগ নেতা প্রকৌশলী মো. সঞ্জীব ইসলাম আফেন্দী, মো. জহিরুল ইসলাম জহির, গৌতম দাস, মো. মুকিব মিয়া, খলিলুর রহমান আনোয়ার প্রমুখ।শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেল ১৯৬৪ সালের এই দিনে ধানমন্ডির ঐতিহাসিক স্মৃতিবিজড়িত বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে ঘাতকদের নির্মম বুলেট থেকে রক্ষা পাননি শিশু শেখ রাসেল। বঙ্গবন্ধুর সঙ্গে নরপিশাচরা নির্মমভাবে তাকেও হত্যা করেছিল। তিনি ইউনিভার্সিটি (ঢাকা বিশ্ববিদ্যালয়) ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র ছিলেন।