Police investigating Facebook account using photos of Prime Minister Sheikh Hasina and Deputy Press Secretary in question leak case.
বাংলাদেশ
নিজস্ব সংবাদদাতা:
প্রশ্নফাঁস নিয়ে একের পর এক চঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আসছে। এই পরিস্থিতির মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব তথা ডিপিএস এমএম ইমরুল কায়েসের ছবি ব্যবহার করে ফেসবুক অ্যাকাউন্ট খুলে চলছে প্রতারণা। এমনই তথ্য নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করলেন ডিপিএস।
১৩ জুলাই ওই ভুয়ো অ্যাকাউন্টে পোস্ট করা হয়, ১৮তম শিক্ষক নিয়োগের কলেজ পর্যায়ের সব বিষয়ের লিখিত পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে। যা ১০০% হুবহু কমন আসবে বলেও দাবি করা হয়। এই প্রশ্ন লাগলে দ্রুত যোগাযোগের কথাও বলা হয়েছে ওই ভুয়ো অ্যাকাউন্টে।
‘Engr Nazmul Sarkar’ নামে খোলা ওই ভুয়ো অ্যাকাউন্ট থেকে চাকরিতে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন সরবরাহের প্রলোভন দেওয়া হচ্ছে। ভুয়ো অ্যাকাউন্টের একটি স্ক্রিনশট শেয়ার করেছেন ইমরুল কায়েস। তাঁর ছবি ব্যবহার করে ভুয়ো অ্যাকাউন্টের মাধ্যমে প্রলোভন দেখিয়ে পরীক্ষার্থীদের প্রলোভন দেখানো হচ্ছে এবং
মানুষের সঙ্গে প্রতারণা করা হচ্ছে বলে জানান তিনি। একইসঙ্গে তাঁর সম্মানহানি করা হচ্ছে বলেও জানান তিনি।
বিষয়টি নিয়ে ইতিমধ্যে সাইবার অপরাধ দমন শাখায় অভিযোগ দায়ের করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারীরা।