The fire in Gazi tire factory in Rupganj upazila of Narayanganj, the flames were not fully controlled
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: প্রায় ১৫ ঘণ্টা পরেও নিয়ন্ত্রণে আসেনি ঢাকার অদূরে রূপগঞ্জ উপজেলার গাজী গ্রুপের টায়ার কারখানার আগুন। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় গাজী টায়ার কারখানায় আগুনের ঘটনা ঘটেছে।
অভিযোগ, কয়েকজন দুষ্কৃতী লুটপাটের পর আওয়ামি লিগের প্রাক্তন মন্ত্রীর এই কারখানাটিতে আগুন লাগিয়ে দেয়। যদিও এই ঘটনায় জড়িতদের কাউকে এখনও পর্যন্ত শনাক্ত করা যায়নি। এদিকে, আগুন নেভাতে দমকল বিভাগের ১২টি ইউনিট রাত থেকে কাজ করলেও এখনও পর্যন্ত তা পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, ১০টা ৩৫ মিনিটে গাজী টায়ার কারখানায় আগুনের খবর পাওয়া যায়। রাত সাড়ে ১১টার পর ডেমরা ফায়ার স্টেশনের দুটিসহ প্রায় ১২টি ইউনিট আগুন নেভানোর কাজ করছে। ফায়ার সার্ভিস সদরদফতরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, আগুন নিয়ন্ত্রণে ডেমরা ফায়ার স্টেশনের দুটি ইউনিট, কাঁচপুর, আদমজী ইপিজেড ও কাঞ্চন ফায়ার স্টেশনের মোট ১২টি ইউনিট কাজ করছে। তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে ১৪ জনকে উদ্ধার করা হয়েছে। তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনও কিছুই জানা যায়নি।
প্রায় ১৫ ঘণ্টা কেটে গেলেও এখনও পুরোপুরী নিয়ন্ত্রণে আসেনি লেলিহান শিখা। দমকলের কর্মীরা জানিয়েছেন কারখানাটিতে প্রচুর প্ল্যাস্টিক জাতীয় কাঁচামাল ও দাহ্য বস্তু থাকায় আগুন নেভাতে বেশ বেগ পেতে হচ্ছে।