29 to 51 thousand crore rupees corruption in road construction in a decade and a half: TIB
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: আওয়ামী লীগ সরকারের গত দেড় দশকে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের উন্নয়ন প্রকল্পে বরাদ্দের ২৩ থেকে ৪০ শতাংশ অর্থ লোপাট হয়েছে বলে জানিয়েছে দুর্নীতিবিরোধী সংস্থা ‘ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ’ (টিআইবি)। টাকার অঙ্কে যার পরিমাণ দাঁড়ায় ২৯ হাজার কোটি টাকা থেকে ৫১ হাজার কোটি টাকা।
বুধবার ঢাকার ধানমন্ডির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেছে টিআইবি।প্রতিষ্ঠানটি বলছে, ত্রিপক্ষীয় আঁতাতের মাধ্যমে সড়ক নির্মাণ প্রকল্পে এই দুর্নীতি হয়েছে।পক্ষগুলো হলো: মন্ত্রী-সংসদ সদস্য ও আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী রাজনৈতিক নেতা, আমলা ও সংশ্লিষ্ট কর্মকর্তা এবং ঠিকাদার।ত্রিপক্ষীয় এই ‘সিন্ডিকেট’ ভাঙতে না পারলে দুর্নীতিবিরোধী কোনো কার্যক্রম সফল হবে না বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান।