Bangladesh may lose independence as a result of transit: Selima Rahman
বাংলাদেশ
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক:
এমনই মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান।
জাতীয়তাবাদী নবীন দলের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে আওয়ামী লিগ সরকারের একাধিক সিদ্ধান্তের তীব্ৰ বিরোধিতা করা হয়। সেলিমা রহমান আরও বলেন, ভারতকে ঘুষ উপহার হিসেবে ১০টি চুক্তি করেছে আওয়ামী লিগ সরকার। বিএনপি নেত্রী বলেন, ভারতের নির্বাচন মিটতেই নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানাতে ছুটে গিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতকে ঘুষ দিতে সেদিন ১০টি অসম সমঝোতা চুক্তি করেছে বাংলাদেশ সরকার। ভয়ংকর এই চুক্তির জেরে বাংলাদেশ স্বাধীনতা হারাতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন বিএনপি নেত্রী সেলিমা রহমান।
বাংলাদেশ সরকার ট্রানজিটের নামে ভারতকে যে করিডোর দিয়েছে। সে করিডোর ভারতের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাওয়ার ব্যবস্থা। সেখানে বাংলাদেশের কোনো স্বাধীনতা নেই, স্বার্থ নেই। বাংলাদেশ এ ট্রানজিট থেকে কিছু পাচ্ছে না। হাসিনা সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন।
তিনি আরও বলেন, তিস্তা প্রকল্পের জেরে বর্তমানে বাংলাদেশের উত্তরাঞ্চল শুকিয়ে গেছে। ওই প্রকল্পে জল পাচ্ছে না বাংলাদেশ। এছাড়া মৌলবাদী মোদী সরকারের অনুমতি নিয়ে চিনে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবিষয়ে মোদী সরকারের থেকে অনুমতি নিয়েছেন তিনি। এটা বাংলাদেশের জন্য লজ্জাজনক, দুঃখজনক।