There is no case regarding the mass movement of students in Bangladesh
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তাঁর আমলের অনেক মন্ত্রী এবং সাংসদদের বিরুদ্ধে একের পর এক মামলা দায়ের হচ্ছে। ইতিমধ্যেই তাঁদের অনেককে গ্রেপ্তারও করা হয়েছে। তবে, বাংলাদেশে ছাত্র-জনতার গণ আন্দোলনের ঘটনায় কোনও মামলা করা হবে না বলে জানিয়ে দিল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার।
মুহাম্মাদ ইউনূসের নেতৃত্বাধীন এই সরকার জানিয়েছে, ৮ আগস্ট পর্যন্ত চলা ‘জুলাই গণ–অভ্যুত্থান’ -এর জন্য কোনও মামলা করা হয়নি। এই ঘটনায় কাউকেই গ্রেপ্তার বা কাউকে হয়রানি করা হবে না বলে জানিয়েছে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রক।
উল্লেখ্য, শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকার সময়েই বাংলাদেশে শুরু হয় সরকারি চাকরিতে কোটা বিরোধী আন্দোলন । চলতি বছর জুলাই মাসে এই আন্দোলন শুরু করে পড়ুয়ারা। তাঁদের এই আন্দোলনে সমর্থন জানান সেখানকার অনেক সাধারণ নাগরিক। তার ফলে শুরু হয় ছাত্র-জনতার আন্দোলন। জুলাই মাসের মাঝামাঝি সময়ে এই আন্দোলন শুরু হয়। ১৫ জুলাই থেকে শুরু হয় এই আন্দোলন। এর জেরে গত ৫ অগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন শেখ হাসিনা। তিনি পদত্যাগ করার পরেই গঠন করা অন্তর্বর্তী সরকার।