Indian students who were detained in Bangladesh due to the student movement are returning home with an impression of panic.
মালদা
মাধব কুমার মন্ডল ,সাংবাদিকমেডিকেল পড়ুয়া ঘরে ফিরছেন।বাংলাদেশের অগ্নিগর্ভ সেই পরিস্থিতির সেই আতঙ্কের ছবি নিয়েই ঘরে ফেরা পড়ুয়াদের। মহদিপুর এই আন্তর্জাতিক সীমান্ত দিয়ে প্রতিদিন ১০০ জন করে পড়ুয়ারা ভারতে ফিরছেন।তার পাশাপাশি বহু বাংলাদেশী চিকিৎসার জন্য এসেছেন।ভারতীয়রা এখন নিজেদের দেশে ফেরা নিয়ে বিপাকে পড়েছেন।
ভারত থেকে বাংলাদেশে পড়তে যাওয়া এক পড়ুয়া শামীমা নাসরিন বলেন, ছাত্র আন্দোলনের জেরে রীতিমতো রক্তক্ষয়ী সংঘর্ষ চলছে বাংলাদেশে।আমরা আতঙ্কে ওই দেশ ছেড়ে নিজের দেশে ফিরে এসেছি। জানিনা পরিস্থিতি কবে স্বাভাবিক হবে । তবে ওই দেশের পুলিশ ও প্রশাসন খুব সহযোগিতা করেছে। ফলে সুষ্ঠ ভাবেই ভারতের মহদিপুর সীমান্ত দিয়ে নিজেদের দেশে প্রবেশ করতে পেরেছি।
বাংলাদেশের এক নাগরিক উত্তম কুমার বৈস্য বলেন,ভারতের চেন্নাইয়ে ট্রিটমেন্ট করাতে গিয়েছিলাম।পরিবার রয়েছে আমার সঙ্গে।দেশে ফেরার জন্য মালদার এই সীমান্ত এসে অপেক্ষায় রয়েছি। শুনেছি বাংলাদেশ কারফিউ জারি হয়েছে। কি করে ফিরব বুঝতে পারছি না।বড় দুশ্চিন্তার মধ্যে রয়েছি। আমরা চাই শান্তি শৃঙ্খলা ফিরে আসুক বাংলাদেশে।
ওয়েস্ট বেঙ্গল এক্সপোর্টার কোডিনেশন কমিটির রাজ্য সম্পাদক উজ্জ্বল সাহা বলেন, কোটা সংরক্ষণের প্রতিবাদে রাস্তায় নেমেছে ছাত্ররা। কয়েক দিন ধরেই বাংলাদেশে তুমুল আন্দোলন চলছে। ব্যাপক অস্থির অবস্থা তৈরি হয়েছে ওই দেশে।