Bangladesh expressed concern over the arrest of Chinmoy Prabhu
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: বাংলাদেশে ইসকনের সাধু চিন্ময়কৃষ্ণ দাসকে। গ্রেফতার ও জামিনের আবেদন খারিজ হওয়ার প্রেক্ষিতে মঙ্গলবার তীব্র ক্ষোভ জানিয়েছিল ভারত সরকার। নয়াদিল্লির পররাষ্ট্র মন্ত্রক বিবৃতি দিয়ে পড়শি দেশে হিন্দুদের উপর নির্যাতনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে। রাতে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রক কড়া ভাষায় সে দেশের অভ্যন্তরীণ বিষয়ে প্রতিক্রিয়া দেওয়ার ভারতের সমালোচনা করে পাল্টা বিবৃতি দেয়।
মঙ্গলবার এক বিবৃতিতে ভারতের বিদেশ মন্ত্রক বলেছিল, বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর ধারাবাহিক আক্রমণের ঘটনার মধ্যে সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার ও তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ বিশেষভাবে উদ্বেগজনক।বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রকের বক্তব্য, চিন্ময়কৃষ্ণ দাসকে সুনির্দিষ্ট অভিযোগে গ্রেফতার করা হয়েছে। সেই সঙ্গে বলা হয়েছে বাংলাদেশে বিচার ব্যবস্থা স্বাধীন। ভারতের প্রতিক্রিয়াকে দু দেশের বন্ধুত্বের সম্পর্কের পরিপন্থী বলেছে বাংলাদেশ।
এদিকে, প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস চট্টগ্রামের ঘটনার প্রেক্ষিতে দেশবাসীকে শান্ত থাকার আর্জি জানিয়েছেন। চট্টগ্রামে আইনজীবীকে হত্যার নিন্দা করেছেন তিনি। আইনশৃঙ্খলা বাহিনীকে বলেছেন পরিস্থিতি কঠোর হাতে দমন করতে।