Protests over several demands, including nationalization of jobs, jailed 390 Ansar forces
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: চাকরি জাতীয়করণ-সহ কয়েকটি দাবিতে আনসার সদস্যরা কয়েকদিন ধরে ঢাকায় বিক্ষোভ দেখাচ্ছিলেন।রবিবার তা চরম আকার ধারণ করে। সচিবালয়ে ঢুকে পড়েন তাঁরা। সেই সঙ্গে সচিবালয়ের বাইরে ছাত্রদের সঙ্গে সংঘর্ষ হয়। ওই ঘটনায় আহত হন সেনা এবং পুলিশ-সহ প্রায় ৫০জন। পরে সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আনসার বাহিনীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। তাঁদের মধ্যে গ্রেপ্তার করা হয়েছে ৩৯০জনকে। ওই মামলায় আনসার বাহিনীর ৩৯০জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে ঢাকার আদালত।
প্রশাসনের তরফে জানানো হয়েছে, চার হাজারের বেশি আনসার সদস্যর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ঢাকার শাহবাগ, রমনা, পল্টন ও বিমানবন্দর থানায় দায়ের করা হয় পৃথক চারটি মামলা। সেই মামলায় গ্রেপ্তার করা হয় আনসার বাহিনীর ৩৯০ জনকে। তাদের বিরুদ্ধে অনুমতি না নিয়ে সচিবালয়ে প্রবেশ করা এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগও করা হয়েছে।সোমবার তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত।