Highway blockade of workers in Gazipur is withdrawn, traffic is normal
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের করা ঢাকা-মহাসড়ক অবরোধ প্রত্যাহার করা হয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
বুধবার ১৩ নভেম্বর সকাল সাড়ে ৮টা থেকে গাজীপুর সিটি কর্পোরেশনের গাজীপুরা এলাকায় তারা টেক্স নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা তাদের বকেয়া বেতনের দাবিতে এই অবরোধ সৃষ্টি করে। প্রায় দেড় ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে অবরোধ তুলে নেন তারা।
অপরদিকে, সকাল ১০টার দিকে বাঘের বাজার এলাকায় বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে লিথি গ্রুপের এ্যাপারেলস-২১ লিমিটেড নামের কারখানার শ্রমিকরা। প্রায় পৌনে ১ ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখার পর বেতন পরিশোধের আশ্বাস পেয়ে তারাও মহাসড়ক ছেড়ে দেন।
গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার মোশাররফ হোসেন জানান, অক্টোবর মাসের বেতনের দাবিতে শ্রমিকেরা ঢাকা মহাসড়ক অবরোধ করে রেখেছিল। তাদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে।