9 activists of Bangladesh’s former ruling party Awami League arrested from Cooch Behar
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: নিজের দেশের অস্থিরতায় চরম ঝুঁকি নিয়েও অনুপ্রবেশ বাড়ছে বাংলাদেশীদের। ভারতে প্রবেশ করার পর কেরল যাওয়ার পথে ৯ জন যুবককে আটক করেছে আরপিএফ। পরে জিআরপি তাঁদের গ্রেপ্তার করে।
ধৃতরা প্রত্যেকেই বাংলাদেশের প্রাক্তন শাসক দল আওয়ামি লিগের কর্মী বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার রাতে, ওই যুবকদের নিউ কোচবিহার স্টেশনে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে আরপিএফ তাঁদের আটক করে। আরপিএফের কাছে আটক হওয়া বাংলাদেশিরা মেঘালয়ের পাহাড়ি ও জঙ্গল এলাকা দিয়ে আসার পর মানিকাচর দিয়ে ভারতে প্রবেশ করেছিলেন বলেই প্রাথমিক জিজ্ঞাসাবাদে তদন্তকারীরা জানিয়েছে।আরপিএফ সূত্রে জানা গিয়েছে ধৃতরা প্রত্যেকেই, বাংলাদেশের কুষ্টিয়া জেলার দৌলতপুর থানা এলাকার বাসিন্দা