Bangladeshi elephants entered India through the barbed wire fence
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: বৃষ্টিতে টিলা ধসে কাঁটাতারের বেড়ার কিছু স্থান ফাঁকা হয়ে গেছে। সেই সুযোগে বাংলাদেশি একটি পোষা হাতি ভারতে ঢুকে পড়েছে। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বন বিভাগের কুরমা রেঞ্জের কাঁঠালকান্দি সীমান্ত এলাকায় গত বুধবার ঘটনাটি ঘটেছে। হাতিটির নাম চন্দ্রতারা। হাতিটি ভারতের স্থানীয় বন বিভাগের জিম্মায় রয়েছে বলে জানা গেছে।
চন্দ্রতারার মালিক কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান এম এ রহমান আতিক। আজ শনিবার বাংলাদেশের এক পত্রিকাতে জানান, হাতিটির মাহুতের বাড়ি কাঁঠালকান্দি সীমান্ত এলাকায়। সম্প্রতি তিনি হাতিটিকে সেখানে নিয়ে যান। হাতিটি বনের জমিতে বিচরণ করত। সেখানে সীমান্তে ভারতের কাঁটাতারের বেড়া রয়েছে। সম্প্রতি ভারী বৃষ্টিতে টিলা ধসে বেড়ার কিছু অংশ ভেঙে যায়। গত বুধবার রাতে চন্দ্রতারা ওই ফাঁকা স্থান দিয়ে ভারতে ঢুকে পড়ে। সীমান্তের ওপারে ভারতের ত্রিপুরা রাজ্যের কৈলাসহর এলাকা পড়েছে।
১২ সেপ্টেম্বর কমলগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন হাতিটির মালিক। এ ছাড়া বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৪৬ ব্যাটালিয়নের কর্মকর্তাদের সঙ্গেও তিনি যোগাযোগ করেছেন। এ সময় তাঁদের কাছে হাতি লালনপালনে বন বিভাগের দেওয়া অনুমতিপত্রসহ আনুষঙ্গিক কাগজপত্র জমা দিয়েছেন। বিজিবির কর্মকর্তারা ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সঙ্গে যোগাযোগ করে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন মালিককে।