Call for night occupation in Dhaka to protest against sexual harassment, ‘Shackle breaking march’
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: আরজি কর কাণ্ডে উত্তাল হয়েছে গোটা পশ্চিমবঙ্গ। এর প্রতিবাদে রাত দখল করে মিছিলে নেমেছিলেন বাংলার মেয়েরা। এবারে একই কায়দায়, ঢাকাতেও রাত দখলের ডাক দিয়েছেন বাংলাদেশের অভিনেত্রী আজমেরী হক বাঁধন। এবার মহিলাদের ওপর নির্যাতনের প্রতিবাদে মধ্যরাতে ঢাকার রাস্তায় নামতে চলেছেন ‘রেহানা মরিয়ম নূর’খ্যাত এই অভিনেত্রী। এপার বাংলার মতই ওপার বাংলাতেও ‘রাত দখল’ করার ডাক এর নাম দিয়েছেন ‘শেকল ভাঙার পদযাত্রা’।
আগামী শুক্রবার রাত ১১টা ৫৯ মিনিটে সেই পদযাত্রা শুরু হবে জানিয়েছেন বাঁধন। সেই পদযাত্রা শাহবাগ থেকে শুরু হয়ে যাবে সংসদ ভবন পর্যন্ত। ‘শেকল ভাঙার পদযাত্রা’য় অংশ নেওয়ার জন্য সব মহিলাদের অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছেন তিনি। ধর্ষণ এবং মহিলাদের নিপীড়নের প্রতিবাদ এবং অপরাধীদের বিচারের দাবিতে রাজপথে নামা হচ্ছে বলে জানিয়েছেন বাঁধন।সেদিন জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে মহিলারা ‘শেকল ভাঙার পদযাত্রা’য় অন্তর্বর্তী সরকারের কাছে ১৩টি দাবি পেশ করবেন।