Residents of Bangladesh are in danger after coming to Kolkata for treatment, money is running out, contact with family is stopped,
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধাদের পরিবারের জন্য ৩০ শতাংশ সংরক্ষণ বিরোধী আন্দোলনে রণক্ষেত্র বাংলাদেশ। দেশজুড়ে বন্ধ রাখা হয়েছে ইন্টারনেট পরিষেবা। পরিস্থিতি সামলাতে চলছে সেনার টহলদারি। পড়শি দেশে অগ্নিগর্ভ পরিস্থিতির জেরে বাতিল করা হয়েছে কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস ও কলকাতা-খুলনা বন্ধন এক্সপ্রেস। এদিকে, এপার বাংলায় চিকিৎসা করাতে এসে বিপদে পড়েছেন ওপার বাংলার বাসিন্দারা। দেশে আত্মীয়-পরিজনের খবর পাচ্ছেন না।
কারও ভিসার মেয়াদ শেষ হওয়ার পথে, কারও আবার টাকা ফুরিয়ে এসেছে। নিউ মার্কেট চত্বরের মির্জা গালিব স্ট্রিট, রফি আহমেদ রোড লাগুয়া হোটেলে, গেস্ট হাউসে বাংলাদেশীরা ওঠেন আবার বাইপাস লাগোয়া পঞ্চসায়র থানা এলাকায় একাধিক হোটেল ও গেস্ট হাউস রয়েছে। বাংলাদেশ থেকে চিকিৎসা করাতে এসে অনেকেই এখানেও আশ্রয় নেন। দেশে ফেরানোর ব্যবস্থা করার জন্য বাংলাদেশ সরকারের কাছে আবেদন জানিয়েছেন তাঁরা।
কলকাতায় চিকিৎসা করাতে এসে আটকে পড়েছেন বাংলাদেশের বাসিন্দা মহঃ আব্দুল রশিদ। দেশের পরিস্থিতি নিয়ে রীতিমতো চিন্তায় রয়েছে।, ওখানে ছেলে-মেয়ে রয়েছে, কী অবস্থা, কী পরিস্থিতি কিছু বুঝতে পারছি না। নেট কানেকশনও নেই ওখানে, ফোনও লাগছে না। কলকাতায় চিকিৎসা করাতে এসেছেন সীমিত অর্থ নিয়ে। তখনও জানতেন না পরিস্থিতি এমনটা হবে। এদিকে বাংলাদেশে ফেরাটাও এখন সমস্যার। এই পরিস্থিতিতে সমস্যায় পড়েছেন বাংলাদেশী মিসেস রুপিয়া।