Pak Prime Minister Shahbaz called Muhammad Yunus
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ফোনে কথা বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করায় অধ্যাপক ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন শাহবাজ।
শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে উভয় নেতার ফোনালাপের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। প্রধান উপদেষ্টা ইউনুসকে ফোন করেন শাহবাজ শরিফের। নব গঠিত অন্তর্বর্তী সরকারকে নেতৃত্ব দেওয়ার জন্য তাঁকে শুভেচ্ছা জানান পাক প্রধানমন্ত্রী। বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে ইউনুসের অবদানের ভূয়সী প্রশংসা করেন তিনি। এছাড়া বাংলাদেশের বন্যায় প্রাণহানি ও ক্ষয়ক্ষতির জন্য সমবেদনা জানান শাহবাজ।
ফোনালাপে পাকিস্তানের প্রধানমন্ত্রী বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ক পুনরুজ্জীবিত করার গুরুত্বের ওপর জোর দেন। পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে ঐতিহাসিক, ধর্মীয় ও সাংস্কৃতিক বন্ধনের কথা উল্লেখ করেন শাহবাজ শরিফ। তিনি বাণিজ্যিক সম্পর্ক, সাংস্কৃতিক বিনিময় ও দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ জোরদারের ব্যাপারে গভীর আগ্রহ প্রকাশ করেন।
হাসিনার আমলে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের আদায়-কাঁচকলায় সম্পর্কের কথা কারও অজানা নয়। ফলে এখন মুজিবকন্যার পদত্যাগের সুযোগকে কাজে লাগাতে চাইছে ইসলামাবাদ। তাই এদিন দ্বিপাক্ষিক সম্পর্ক পুনরুজ্জীবিত করার গুরুত্বের উপর বিশেষ জোর দেন শাহবাজ।বিশেষজ্ঞরা মনে করছেন, হাসিনার অনুপস্থিতিতে বিএনপি-জামাতের মতো দলের সঙ্গে ‘জোট’ আরও মজবুত করে ঢাকায় প্রভাব বিস্তার করতে চাইছে পাকিস্তান। যাতে ভারতের উপরেও চাপ বৃদ্ধি করা যায়।