Prime Minister Sheikh Hasina visited the injured in the anti-quota movement at the hospital.
বাংলাদেশ
নিজস্ব সংবাদদাতা : কোটাবিরোধী আন্দোলনে জখমদের হাসপাতালে দেখতে গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার সন্ধ্যেয় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহত ব্যক্তিদের দেখতে যান তিনি। তাঁদের যথাযথ চিকিৎসার আশ্বাস দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘দোষীদের উপযুক্ত শাস্তি দিতে হবে, যাতে কেউ আর দেশবাসীর জীবন নিয়ে ছিনিমিনি খেলতে না পারে।’ প্রধানমন্ত্রী আরও বলেন, ‘কোটা আন্দোলনের সুযোগ নিয়ে জামায়াত-শিবির, বিএনপি ও ছাত্রদল এসব নাশকতামূলক কর্মকাণ্ড চালিয়েছে। এটি একটি খুব বেদনাদায়ক পরিস্থিতি। অনেক মানুষ হতাহত হয়েছে। এমন মৃত্যুর মিছিল হবে, আমি কখনও চাইনি। আমি কখনও চাইনি, এ দেশে কেউ তাদের প্রিয়জনকে হারাক।’প্রধানমন্ত্রীর প্রশ্ন ‘আমরা তো ছাত্রদের সব দাবি মেনে নিয়েছি, তাহলে আবার আন্দোলন কেন? এটা কি তবে জঙ্গিবাদের সুযোগ তৈরি করার জন্য?’নিহতদের আত্মার চিরশান্তি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘আহতদের চিকিৎসার জন্য যা যা প্রয়োজন, আমরা তা করব, যাতে তাদের চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে কোনো ত্রুটি না ঘটে।’