Prime Minister Sheikh Hasina said that the conspiracies of the opposition like BNP and Jamaat-e-Islami have caused unrest around the quota reform movement.
বাংলাদেশ
নিজস্ব সংবাদদাতা : কোটাবিরোধী আন্দোলনের জেরে অশান্তির আগুন ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসছে। এই ইস্যুতে মুখ খুললেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএনপি এবং জামাতে ইসলামির মতো বিরোধীদের চক্রান্তেই কোটা সংস্কার আন্দোলন ঘিরে অশান্তি ছড়িয়েছে বলে অভিযোগ তাঁর। তিনি বলেন, ‘আমার আশঙ্কা ছিল, এই ধরনের একটা আঘাত আসবে।’বিএনপি এবং জামাতের জোট বাংলাদেশের অগ্রগতিকে স্তব্ধ করে দিতেই এধরণের কাজ করেছে বলে অভিযোগ হাসিনার। বুধবার নিজের দফতরে দফতরে এডিটরস গিল্ড আয়োজিত আলাপচারিতায় এমনই বার্তা দেন শেখ হাসিনা। তিনি বলেন, ‘বিএনপি-জামাত নির্বাচন করতে দিতে চায়নি। কিন্তু আমরা নির্বাচন করেছি। নির্বাচনের পর আমরা সকলের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠেছি। আমরা সরকার গঠন করেছি। তার পরেই আঘাতের আশঙ্কা তৈরি হয়েছিল। এর আগে ২০১৩-১৪ সালেও ভোটের পর একই ছকে বিএনপি-জামাত অশান্তি করেছিল।’ অভিযোগ তুললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কার্ফু প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, ‘ ছাত্রদের রুখতে কার্ফু নয়, সন্ত্রাসবাদী শক্তি দেশের পরিকাঠামো ধ্বংস করার চক্রান্ত করেছিল। তাদেরকে রুখতেই এই পদক্ষেপ।’কোটা আন্দোলন ঘিরে অশান্তি, এক সপ্তাহের হিংসাত্মক আন্দোলন শেষে কার্ফু আংশিক শিথিল হতে শুরু করেছে। ছন্দে ফিরছে রাজধানী ঢাকা। রাজপথে গাড়ির সংখ্যা বেড়েছে। বেশ কিছু সরকারি-বেসরকারি দফতরও খুলে গিয়েছে। স্বাভাবিক করা হয়েছে ইন্টারনেট পরিষেবা।