There is no Bangladeshi cricketer in the Indian Premier League (IPL) 2025 season.
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৫-এর মৌসুমে কোনও বাংলাদেশি ক্রিকেটার থাকছেন না। ২০২০ সালের পর এবারই প্রথম আইপিএলের অংশ হচ্ছেন না কোনও বাংলাদেশের ক্রিকেটার।বাংলাদেশের ১৩ ক্রিকেটারের নাম আইপিএলের আসন্ন সিজনের নিলামের জন্য নিবন্ধিত থাকলেও, তাদের নামে কেউ ‘বিড’ করেননি বা বুলি লাগাননি।এদিকে, সাম্প্রতিক সময়ে ভারত ও বাংলাদেশের মধ্যে যে উত্তেজনা চলছে এই পরিস্থিতিতে আইপিএলে কোনও বাংলাদেশি ক্রিকেট খেলোয়াড়ের বিড না হওয়ার বিষয়টাকে দুই দেশের সম্পর্কের সঙ্গে কেউ কেউ জুড়ছেন।সামাজিক যোগাযোগ মাধ্যমে দক্ষিণপন্থী মতাদর্শী কিছু ব্যক্তি আবার এই পুরো বিষয়ের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারের যোগ রয়েছে বলেও মন্তব্য করেছেন।প্রসঙ্গত, বাংলাদেশের ক্রিকেটারদের নাম বিড না করার বিষয়ে বিসিসিআই বা আইপিএল কর্তৃপক্ষ কিন্তু কোনও মন্তব্য করেনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা অবশ্য জানিয়েছেন, এই বিষয়ের সঙ্গে খেলোয়াড়ের দক্ষতার সম্পর্ক রয়েছে।
সূত্র বিবিসি বাংলা