Courtesy meeting of the High Commissioner of India with the Chief Advisor of the Interim Government, Mohammad Yunus
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: বাংলাদেশে বেনজির বন্যা। বানভাসি সেদেশের ৬ জেলা। এই পরিস্থিতিতে ঢাকায় ভারতের হাইকমিশনার প্রণয় বর্মার সঙ্গে বৈঠক করলেন অন্তবর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনূস।বৃহস্পতিবার বিকেল ৪টে নাগাদ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎ হয় তাঁদের।
সূত্রে খবর, স্রেফ বন্যা পরিস্থিতিই বয়, বৈঠকে দু’দেশের যৌথ নিরাপত্তা, বাণিজ্য, এবং সর্বোপরি দ্বিপাক্ষিক সুস্পর্ক বজায় রাখার উপর জোর দেওয়া হয়েছে। বৈঠক শেষে ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম জানান, ‘দু দেশের সম্পর্ক অটুট রাখতে ইতিমধ্যেই পদক্ষেপ করা হয়েছে। এবং কূটনৈতিক দিক থেকে সবরকম সহায়তা করা হয়েছে’।
এর আগে, ভারতের বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়, গুমতি নদী থেকে জল ছাড়ার জন্য বাংলাদেশের এই বন্যা হয়নি। এর অর্থ, ভারত এজন্য কোনও ভাবেই দায়ী নয়। তাহলে? জানা গিয়েছে, , বাংলাদেশের পূর্ব সীমান্ত অঞ্চলের এই বৃষ্টির জন্য ত্রিপুরার গুমতি নদীর ক্যাচমেন্ট-অঞ্চলকেই দায়ী করা হয়েছে। গুমতি নদী ভারত ও বাংলাদেশের মধ্যে দিয়ে বয়। এই নদীর বিস্তৃত ক্যাচমেন্ট অঞ্চলে কয়েকদিন ধরে বিপুল বৃষ্টি হয়েছে। তারই জেরে প্লাবিত হয়েছে বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চল।