Legal adviser Asif Nazrul said that elections will be held soon after completing the necessary reforms.
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: অতি প্রয়োজনীয় সংস্কার শেষ করেই দ্রুত নির্বাচন হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। একইসাথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের কিছু সংশোধনী আনার জন্য কাল উপদেষ্টা পরিষদে তোলা হবে। মঙ্গলবার সচিবালয়ে ‘অন্তর্বর্তী সরকারের ১০০ দিন: আইন মন্ত্রণালয়ের কৈফিয়ত’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি।
সংবাদিক সম্মেলনে অন্তর্বর্তী সরকারের মেয়াদ ও নির্বাচন সংক্রান্ত এক প্রশ্নের জবাব দিতে গিয়ে আইন উপদেষ্টা মি. নজরুল বলেন, “এটি আইন মন্ত্রণালয়ের বিষয় না। তবে আপনাকে একটি বিষয় বলি, আমরা মোস্ট এসেনশিয়াল কিছু সংস্কার করে যত দ্রুত সম্ভব নির্বাচন দেব। আমরা জাস্ট এই জিনিসটা চাই না যে, আগের মতো কোনো ভুয়া নির্বাচন হোক। আর এটা চাই না যে নির্বাচনে জয়ী হয়ে কেউ আবার ভুয়া নির্বাচন করার সুযোগ পাক। এটা ছাড়া আর কোনো স্বার্থ নাই”।
এ বিষয়ে আসিফ নজরুল আরও বলেন, “অন্তর্বর্তী সরকারে যারা আছেন উনাদের অধিকাংশই যত তাড়াতাড়ি সম্ভব নিজের নিজের পেশায় ফিরে যাওয়ার জন্য আগ্রহী”।
সূত্র বিবিসি বাংলা