Hasina did not resign from the post of Prime Minister. According to the constitution he is still the Prime Minister of Bangladesh: Sajib Wazed Joy
বাংলাদেশ
নিজস্ব সংবাদদাতা :বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী ইউনুস। তবে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বর্তমানে ভারতের আশ্রয়ে রয়েছেন। যে পরিস্থতির মধ্যে বাংলাদেশ ছেড়ে ছিলেন সেটা ব্যাপক গণ আন্দোলনের পর পদত্যাগ করে বাংলাদেশ ছেড়েছেন শেখ হাসিনা। তাঁর পরবর্তী পদক্ষেপ কী হবে তা নিয়ে নানা জল্পনা চলছে বিভিন্ন মহলে। এই ঘটনা নিয়ে সংবাদমাধ্যমে মুখ খুলেছেন হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়। এবার বিস্ফোরক দাবি করে জয় দাবি করলেন, হাসিনা দেশ ছেড়ে ভারতে যাওয়ার আগে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেননি। সংবিধান মতে তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী।
শেখ হাসিনার একমাত্র ছেলে এই মুহূর্তে আমেরিকার ওয়াশিংটনে রয়েছেন। হাসিনা ইস্তফা দিয়ে দেশ ছাড়ার পর থেকেই বিভিন্ন সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলছেন তিনি। একের পর এক ভিডিও বার্তাও দিচ্ছেন। শনিবার সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে হাসিনাপুত্র জয় দাবি করেন, “আমার মা আনুষ্ঠানিকভাবে কখনও পদত্যাগ করেননি। তিনি সেই সময়ই পাননি। মা বক্তব্য দিয়ে পদত্যাগপত্র জমা দেওয়ার পরিকল্পনা করেছিলেন। কিন্তু ততক্ষণে আন্দোলনকারীরা প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে মিছিল নিয়ে আসতে শুরু করেছিল। তাই আর বেশি সময় ছিল না। আমার মা নিজের ব্যাগ পর্যন্ত গোছাতে পারেননি। ফলে সংবিধান অনুযায়ী তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী।”