India worried about Pant’s injury on the second day of the Bangalore Test
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: সময়টা ভালোই যাচ্ছে না ভারতীয় দলের কাছে, মানে আজকের দিনটা। বৃহস্পতিবার সকাল থেকেই একের পর এক সমস্যার মধ্যে পড়ছে ভারতীয় দল। এশিয়ার মাটিতে সর্বনিম্ন স্কোরের লজ্জাজনক রেকর্ড গড়েছেন ভারতীয় ক্রিকেটাররা। এর আগে ওয়েস্ট ইন্ডিজের ছিল এশিয়ান মাটিতে সর্বনিম্ন রানের রেকর্ড। কিন্তু সেই রেকর্ড ভেঙে দিয়েছে ভারত। এবার প্রথম দিনেই চিন্তা বাড়ালেন ঋষভ পন্ত। ম্যাচ শেষের আগেই খোঁড়াতে খোঁড়াতে মাঠ ঠাড়লেন ভারতীয় দলের এই উইকেটরক্ষক ব্যাটার। রবীন্দ্র জাদেজার বলে একটি শট খেলতে গেছিলেন ডেভন কনওয়ে। কিন্তু কিউয়িদের ইনিংসের ৩৭তম ওভারে জাদেজার করা সেই বল ডেভন মিস হিট করতেই, স্টাম্প এড়িয়ে তা গিয়ে সরাসরি লাগে পন্তের হাঁটুতে। এরপরই যন্ত্রণায় ছটফট করতে করতে মাটিতে শুয়ে পড়েন পন্ত। তাঁকে মাঠের বাইরে নিয়ে যান ফিজিও। ম্যাচে এরপর উইকেটকিপিং করেন ধ্রুব জুড়েল।