The students-crowd occupied the residence of the Prime Minister of Bangladesh ‘Ganabhavan’
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: বাংলাদেশের প্রধানমন্ত্রীর বাসভবন ‘গণভবন’ দখলে নিয়েছে ছাত্র-জনতা। সরকার পতনের এক দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে “লংমার্চ টু ঢাকা” সফল করতে ঢাকার রাস্তায় নেমেছে কোটি কোটি মানুষ। সোমবার ৫ আগস্ট বিকেল ৩টার পর আন্দোলনকারীরা মিছিল নিয়ে গণভবনে প্রবেশ করেন। এ সময় ভেতরে আন্দোলনকারীদের লুটপাট ও ভাঙচুর করতে দেখা যায়। ভেঙে ফেলা হয় বঙ্গবন্ধুর মূর্তিও। ঘটনার একাধিক ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
এদিকে পরিস্থিতি যে পথে যাচ্ছে তাতে চিন্তায় নয়াদিল্লি। অনুমান করা হচ্ছে, প্রতিবেশী দেশের এই অশান্ত পরিস্থিতির পিছনে সরাসরি রয়েছে পাকিস্তানের যোগ। হাসিনার পদত্যাগের পর সরকারের রাশ কার হাতে যাবে তা নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন নয়াদিল্লি। সূত্রের খবর, গোটা পরিস্থিতি আঁচ করে আজই আইবি প্রধান তপন ডেকাকে নিয়ে ঢাকা পৌঁছে যান ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল।
সংবাদমাধ্যম সূত্রে খবর, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে দেশ ছেড়েছেন শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা। বেলা আড়াইটায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে শেখ হাসিনা উড়ান করেন। এ সময় তার ছোট বোন শেখ রেহানা সঙ্গে ছিলেন।