November 9, 2024 3:19 am

২৪শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

November 9, 2024 3:19 am

২৪শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

Bangabandhu Mujibur Rahman: মৃত্যুর ৫০ বছর পর এটাই কি প্রাপ্য ছিল বঙ্গবন্ধু মুজিবের? যারা তাঁর মূর্তি গড়েছিলেন, তাঁরাই তা ভাঙলেন, ধিক্কার জানাচ্ছে বিশ্ব!

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Pocket
WhatsApp

Bangabandhu Mujib deserved this 50 years after his death?Questions are being raised around the world

দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: বাংলাদেশের পিতা বঙ্গবন্ধুর মূর্তি ভাঙলেন বাংলাদেশিরাই। একোন বাংলাদেশের ছবি দেখছে বিশ্ব? মুজিবুর রহমান না থাকলে যে দেশটাই তৈরি হত না সেদেশের জনগনের এমন রূপে ছি ছি করছে দুনিয়া। ধিক্কার জানাচ্ছে এপার বাংলার মানুষ। বাংলাদেশ কীভাবে তৈরি করেছিলেন মুজিবুর আরও একবার সে ইতিহাস মনে করাটা দরকার।

গণআন্দোলন বা ছাত্র আন্দোলন যাই বলুন না কেন তার এমন চেহারা যে শেষে কিন্তু বাংলাদেশের ফাদার অব দ্য নেশন বঙ্গবন্ধু মুজিবুর রহমানের মূর্তি ভেঙে ফেললেন বিক্ষোভকারীরা। গোটা বিশ্ব বাংলাদেশের দিকে আঙুল তুলে প্রশ্ন করছে এ কেমন প্রতিবাদের ভাষা? যে দেশ, যে দেশের অধিকার নিয়ে এত লাফালাফি সেই দেশটাই তো তৈরি হত না যদি না বাংলাদেশের পিতা মুজিবুর রহমান না থাকতেন। ১৯৭৫-এর ১৫ অগাস্ট বঙ্গবন্ধুকে হত্যা করার চেষ্টা হয়। ঠিক তার ৫০ বছরের মাথায় তাঁর দেশের বাঙালি জনগণই হাতুড়ি দিয়ে তার মূর্তি ভাঙতে উদ্যত হল।

শহীদ সোহরাওয়ার্দী আর শরৎ বসু মিলে ১৯৪৭ সালে চেষ্টা করেছিলেন একটা স্বাধীন বৃহত্তর বাংলা প্রতিষ্ঠার। সেই চেষ্টা ব্যর্থ হয় বাংলা ভাগ হয়ে যায়। পশ্চিম বাংলা গেল ভারতে। পূর্ব বাংলা হলো পাকিস্তানের অংশ। শেখ মুজিব সেদিন থেকেই বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন দেখতে শুরু করেছিলেন। শুধু স্বপ্ন দেখলেই হয় না। স্বপ্ন পূরণের জন্য চেষ্টা করতে হয়।

পাকিস্তান হওয়ার পরে তিনি আওয়ামী মুসলিম লীগ আর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হয়েছিলেন। সারা দেশ ঘুরে ঘুরে সংগঠন তৈরি করেছিলেন। বাংলাদেশকে স্বাধীন করতে হবে, এই লক্ষ্য থেকে তিনি কখনো সরেননি। ১৯৬০-এর দশকে একবার তিনি সীমান্ত পাড়ি দিয়ে আগরতলা চলে গিয়েছিলেন। তখন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন নেহরু। তিনি নেহরুর কাছে চিঠি লিখে জানতে চেয়েছিলেন, বাংলাদেশের স্বাধীনতাসংগ্রামে ভারত কীভাবে সাহায্য করতে পারে! কারণ মুজিব চেয়েছিলেন পাকিস্তানের অবহেলা, লাঞ্ছনা, বঞ্চনা থেকে বাঙালি জাতিকে বাঁচাতে। মুজিব বলতেন, ‘আমার জীবন যেতে পারে, কিন্তু আমি বাংলার মানুষকে মুক্ত না করা পর্যন্ত আন্দোলন থামাব না’।

সোমবার শেখ হাসিনা দেশ ছাড়তেই শুরু হয়ে যায় বঙ্গবন্ধুর মূর্তির গলায় দড়ি পড়িয়ে সেই মূর্তি ভাঙার কাজ। ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে, বঙ্গবন্ধুর মূর্তির মাথায় চেপে বসেছে একজন। সে হাতুড়ি দিয়ে মুজিবের মুখে এবং হাতে আঘাত করছে। এমনকি মূত্র ত্যাগ করার সেই ভিডিও ভাইরাল হয়।

বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের মূর্তির মাথার উপরে প্রস্রাব করার অভিযোগ উঠেছে। (সৌজন্যে এক্স ভিডিও )

অবাক লাগে এই মুজিবই নিজের জীবন বাংলার মানুষের মুক্তির জন্য দিতে তিনি সর্বদা প্রস্তুত ছিলেন। সেই মুজিবকে মুছে ফেলতে মরিয়া বাংলাদেশীরা। আজ প্রশ্ন উঠছে মৃত্যুর ৫০ বছর পর এটাই কি প্রাপ্য ছিল বঙ্গবন্ধুর? বাংলাদেশের মানুষেরাই তাঁর মূর্তি গড়েছিলেন, আবার তাঁরাই তা ভাঙলেন। আবার কি কখনও এই মূর্তি উঠবে? রীতিমত ধিক্কার জানাচ্ছে এপার বাংলার মানুষ।

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Pocket
WhatsApp

Related News

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top