Bangladeshi fundamentalist leader is demanding the ban of ISKCON to the government of Muhammad Yunus
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: বাংলাদেশের অবস্থার পরিপ্রেক্ষিতে এবার ভারতীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করল ভারতীয় ইসকন। এই নিয়ে ইসকনের পূর্বাঞ্চলীয় মুখপাত্র রাধারমণ দাস সরব হয়েছেন। এই নিয়ে তিনি বাংলাদেশি এক কট্টরপন্থী নেতার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। সেই ভিডিয়োতে শোনা যাচ্ছে, এক বাংলাদেশি মৌলবাদী নেতা ইসকনকে নিষিদ্ধ করার দাবি জানাচ্ছেন মহম্মদ ইউনুসের সরকারের কাছে।
এদিকে সেই সোশ্যাল মিডিয়া পোস্টের ক্যাপশনে রাধারমণ দাস লেখেন, ‘মহম্মদ ইউনুসের সরকারকে বাংলাদেশি মুসলিমরা আল্টিমেটাম দিয়েছে যে ইসকনকে নিষিদ্ধ না করা হলে ভক্তদের ধরে ধরে খুন করতে শুরু করবে তারা।’ যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল। এদিকে এই ভিডিয়োতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশাপাশি মার্কিন রাজনীতিবিদ তুলসী গাবার্ডকেও ট্যাগ করেন রাধারমণ দাস।
রিপোর্ট অনুযায়ী, ঢাকা উলেমা ঐক্য পরিষদ ইসকনের বিরুদ্ধে মানববন্ধনের ডাক দিয়েছিল সম্প্রতি। সেখানেই ভাষণ দেওয়ার সময় এক বাংলাদেশি মৌলবাদী নেতা বলেন, ইসকনকে যদি বাংলাদেশে নিষিদ্ধ না করা হয়, তাহলে দেশের রাস্তা ঘাটে হত্যাযজ্ঞ পরিচালিত হবে।