Bajrang-Vinesh is called a traitor by wrestling association president Sanjay Singh
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: কংগ্রেসে যোগ দিতেই এবার অলিম্পিক্সে অংশগ্রহণকারী দুুই কুস্তিগিরকে একহাত নিলেন জাতীয় কুস্তি সংস্থার সভাপতি সঞ্জয় সিং। পাশাপাশি মহিলা কুস্তিগিরদের ওপর যৌন হেনস্থার ঘটনায় মুল অভিযুক্ত ব্রিজভূষণ সরণ সিংও দাবি করেছেন ভিনেশ ফোগত নাকি চুরি করে অলিম্পিক্সে গেছিলেন। ডাব্লুএফআইয়ের সভাপতি সঞ্জয় সিং দাবি করেছেন, বজরং পুনিয়া এবং ভিনেশ ফোগতদের আন্দোলনের জেরেই কুস্তিগিররা ঠিকভাবে অনুশীলন করতে পারেননি। এক্ষেত্রে তাঁরা দেশদ্রোহীর মতো কাজ করেছেন, তাঁদের জন্য ভারতের কুস্তিতে এবারে অনেকগুলো পদক হাতছাড়া হয়ে গেছে। হরিয়ানায় বিধানসভা নির্বাচনের আগেই কংগ্রেসে যোগদান করেন বজরং পুনিয়া এবং ভিনেশ ফোগট, তাঁরা এবারে লড়বেন হরিয়ানায় কংগ্রেসের টিকিটে।