Bajrang Punia has been banned for four years by the National Anti-Doping Agency (NADA).
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: ভারতীয় কুস্তিতে অন্যতম সেরা অ্যাথলিট বজরং পুনিয়া। টোকিও অলিম্পিক থেকে ব্রোঞ্জ এনেছিলেন। সেই বজরং পুনিয়াকে চার বছরের জন্য নির্বাসিত করল ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি (নাডা)। এই প্রভিশনাল নির্বাসন শুরু হয়েছে এ বছরের ২৩ এপ্রিল থেকেই। গত মার্চে জাতীয় দলের ট্রায়ালের সময় ডোপ পরীক্ষার জন্য মূত্রের নমুনা দিতে মানা করেন বজরং পুনিয়া।নাডার নির্দেশ অমান্য করার জন্যই তাঁকে চার বছরের নির্বাসনের শাস্তি।শাস্তির বিরুদ্ধে আবেদন করেছিলেন বজরং। নাডার শৃঙ্খলারক্ষা প্যানেল প্রাথমিক ভাবে নির্বাসন তুলে নিলেও তাঁকে নোটিশ দিয়েছিল। শুনানির পর শাস্তি মুকুবের নির্দেশ তুলে নেওয়া হয়। অর্থাৎ ২৩ এপ্রিল ২০২৪ থেকেই তাঁর চার বছরের নির্বাসনের শাস্তি শুরু হয়ে গিয়েছিল।এই চার বছরের নির্বাসনে বজরং পুনিয়া কুস্তির কোনও প্রতিযোগিতাতেই অংশ নিতে পারবেন না। শুধু তাই নয়, কোনও আন্তর্জাতিক টুর্নামেন্টে কোচিংয়ের ভূমিকাতেও থাকতে পারবেন না।মূত্রের নমুনা দিতে অস্বীকার করার ক্ষেত্রে বজরংয়ের সাফাই ছিল, নাডার পরীক্ষার উপর তাঁর ভরসা না থাকায় এই সিদ্ধান্ত নিয়েছিলেন।