In the middle of the RG Kar case, this time 2 children were sexually assaulted in a school in Maharashtra
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: আর জি কর-কাণ্ড নিয়ে তোলপাড়ের মাঝেই এবার মহারাষ্ট্রের স্কুলে ২ শিশুকে যৌন নিগ্রহের অভিযোগ উঠল। যৌন নিগ্রহের ঘটনায় রণক্ষেত্র হয়ে উঠেছে থানের বদলাপুর।শিশু নিগ্রহের ঘটনায় বুধবার তদন্তের দায়িত্ব নিল জাতীয় শিশু সুরক্ষা কমিশন (NCPCR)। গোটা ঘটনার তদন্তে শীঘ্রই বিশেষ দল পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর মধ্যে এক শিশুর মা-বাবাকে থানার ভিতরে ১১ ঘণ্টা বসিয়ে রেখে এফআইআর নেওয়ার বিস্ফোরক অভিযোগ করলেন মহারাষ্ট্র বিধানসভার বিরোধী দলনেতা ও কংগ্রেসের শীর্ষ নেতা বিজয় ওয়াদেত্তিওয়াড়।
এদিন হাজার হাজার বিক্ষোভকারী বদলাপুর স্টেশনে রেলপথ অবরোধ করে। মূলত মহারাষ্ট্রের স্কুলে ২ শিশুকে যৌন নিগ্রহের অভিযোগে উত্তাল হয় ওই এলাকা। তার জেরে বিপর্যস্ত হয়ে পড়ে বদলাপুরের রেল পরিষেবা। বাতিল হয় ৪২টি ট্রেন। পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে শেষ অবধি পুলিশ লাঠিচার্জ করে বলে জানা গিয়েছে। অনেক ক্ষুব্ধ অভিভাবক স্কুলে ভাঙচুর চালায়। ৪০ জনকে গ্রেপ্তারের পাশাপাশি প্রায় ৩০০ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।
ঠিক কি হয়েছিল? গত ১৬ আগস্ট স্কুলের শৌচালয়ে দুই খুদে পড়ুয়ার উপর যৌন নির্যাতন চালানোর অভিযোগ ওঠে। অভিযুক্ত স্কুলেরই ২৩ বছরের সাফাইকর্মীর। এই ঘটনায় থানায় শিশুর পরিবার অভিযোগ জানাতে গেলে পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ওঠে। দীর্ঘ ১২ ঘণ্টা পরে অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। পুলিশি নিষ্ক্রিয়তার এই ঘটনা প্রকাশ্যে আসতেই ফুঁসে ওঠে জনতা।
অভিযুক্তকে গ্রেপ্তারের পাশাপাশি কর্তব্যে গাফিলতির অভিযোগে প্রিন্সিপাল এবং ক্লাস টিচারকে সাসপেন্ড করা। বন্ধ করা হয় ইন্টারনেট পরিষেবা।তাতেও অবশ্য কমছে না প্রতিবাদ কর্মসূচির ঝাঁজ। বাস পরিষেবা বন্ধ করে এই ঘটনার প্রতিবাদে ধর্মঘটের ডাক দেন বাস চালকরা।
মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে বলেছেন, ওই স্কুলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মামলাটির দ্রুত বিচার হবে। দোষীরা ছাড় পাবে না।