‘Zero warranty-failed budget presented by a failed finance minister of a failed government’, – Abhishek reaction on budget
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক : ‘জিরো ওয়ারেন্টির বাজেট’, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের পেশ করা বাজেটের বিরোধিতায় সরব ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। জোটসঙ্গীদের ‘ঘুষ’ দেওয়ার মানসিকতা থেকে এই বাজেট তৈরি করা হয়েছে, তোপ তাঁর।
নির্মলার পেশ করা বাজেটকে নিশানা করে অভিষেক বলেন, ‘ব্যর্থ সরকারের ব্যর্থ অর্থমন্ত্রীর দ্বারা পেশ করা জিরো ওয়ারেন্টির জিরো গারেন্টির-ব্যর্থ বাজেট’। জরুরি বিষয় যেমন বেকারত্ব, মূল্যবৃদ্ধি, মুদ্রাস্ফীতির মতো বিষয়গুলি মোকাবিলা করার পরিবর্তে সরকার ভাঙার প্রাক মুহূর্তে বিজেপি তার জোট শরিকদের ঘুষ দেওয়ার জন্য একটি বাজেট পেশ করেছে।’
এদিন বাংলার বিরুদ্ধে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে ফের সরব হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিহার এবং অন্ধ্রপ্রদেশের প্রতি নির্মলার ‘উদারতা’ প্রসঙ্গে এদিন অভিষেক বলেন,’আমাদের কোনও রাজ্যের সঙ্গে সমস্যা নেই। কিন্তু, বাংলাকে কেন বঞ্চিত করা হবে?’