Regarding the cancellation of OBC certificate, Abhishek said, those who are showing this form before coming to power, if they come to power again, then think what will happen.’
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: ওবিসি সার্টিফিকেট নিয়ে বুধবার বড় নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশ অনুযায়ী বাতিল হতে চলেছে প্রায় ৫ লাখ ওবিসি সার্টিফিকেট। এবার হাইকোর্টের সেই রায়ের প্রেক্ষিতে মুখ খুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন ঝাড়গ্রামের সভা থেকে অভিষেক বলেন, ‘বিজেপি নিজেদের সংকল্প পত্রে বলেছে, এবার ক্ষমতায় এলে অভিন্ন দেওয়ানি বিধি আনবে। অর্থাৎ দেশের তপশিলি জাতি উপজাতিদের যে অধিকার, সংরক্ষণ ব্যবস্থা সেটাকেই তুলে দেবে। আজ কলকাতা হাইকোর্টে দু’জন বিচারপতির বেঞ্চ ওবিসি সংরক্ষণ প্রায় তুলে দিয়েছে। কাস্ট সার্টিফিকেট বাতিল করে দিয়েছে। ক্ষমতায় আসার আগেই যারা এই রূপ দেখাচ্ছে, যদি আবার ক্ষমতায় আসে, তাহলে কী হবে ভেবে দেখুন।’
উল্লেখ্য, ২০১০ সালের পরে তৈরি হওয়া সমস্ত ওবিসি তালিকা আজই বাতিল করেছে কলকাতা হাইকোর্ট। এর ফলে বাতিল হতে চলেছে কমপক্ষে ৫ লাখ ওবিসি শংসাপত্র। যদিও ২০১০ সালের আগের ঘোষিত ওবিসি শ্রেণিভুক্ত ব্যক্তিদের শংসাপত্র বৈধ এবং ২০১০ সালের পরে ওবিসি সংরক্ষণের কারণে যাঁরা চাকরি পেয়েছেন কিংবা যাঁরা নিয়োগ প্রক্রিয়া মধ্যে রয়েছেন তাঁদের চাকরি বহাল থাকবে বলেও জানিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট। এই বিষয়ে উচ্চ আদালতের পর্যবেক্ষণ, এই সময়ের মধ্যে যে ওবিসি সার্টিফিকেটগুলি তৈরি করা হয়েছে, তা পুরোপুরি আইন মেনে করা হয়নি