Abhishek instructed to formulate the party’s strategy in the winter session of the Parliament
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: বুধবার দলের সব সাংসদকে নিয়ে বৈঠকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা দিল্লির নতুন মুখপাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়। আলোচনার মূল প্রতিপাদ্য, আগামী ২০ ডিসেম্বর পর্যন্ত সংসদের শীতকালীন অধিবেশনে দলের রণকৌশল রচনা। পাশাপাশি দলের সবাইকেই শৃঙ্খলার একটি সুতোয় গাঁথারও নির্দেশ দেওয়া হবে।
বলা চলে আজকের বৈঠকেই চূড়ান্ত হতে চলেছে রণকৌশল। সূত্রের খবর সংসদের দুই কক্ষে মূল্যবৃদ্ধি,বেকারত্ব এবং কেন্দ্রীয় প্রকল্পে বাংলাকে বঞ্চনা সহ পাঁচটি বিষয়ে সরব হতে চলেছে তৃণমূল কংগ্রেস। উল্লেখ্য কংগ্রেস এবং ইন্ডিয়া জোটের বিরোধী শরিক দলগুলি যখন আদানি এবং মণিপুর সহ অন্যান্য ইস্যুতে অধিবেশন মুলতুবি করানোকেই মূল কৌশল হিসাবে ব্যবহার করতে চলেছেন।
দু’দিন আগেই দলীয় সূত্রে স্পষ্ট করে দেওয়া হয়েছিল, গৌতম আদানি কাণ্ড নিয়ে সংসদে সরব হওয়া চলবে না তৃণমূলের। দেখা গিয়েছে, লোকসভা এবং রাজ্যসভায় তৃণমূলের কোনও কোনও সাংসদ আদানি নিয়ে কংগ্রেসের প্রতিবাদের সময় উঠে দাঁড়িয়েছেন। সূত্রের খবর, এই ধরনের অসামঞ্জস্য যাতে কক্ষ পরিচালনার সময় না দেখা যায়, সে দিকে নজর দিতে বলা হবে লোকসভা ও রাজ্যসভার নেতা যথাক্রমে সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং ডেরেক ও’ব্রায়েনকে। বলা হবে যে কেউ তাঁর ইচ্ছামতো বিষয় নিয়ে নোটিস অবশ্যই দিতে পারবেন। কিন্তু তা দেওয়ার আগে সংশ্লিষ্ট কক্ষের দলীয় নেতাকে দেখিয়ে তাঁর অনুমতি নিয়েই এগোতে হবে।
পুরনো সংবিধান ভবনে তৃণমূলের দলীয় কার্যালয়ে অভিষেকের সঙ্গে বসেছিলেন উপস্থিত সাংসদরা। প্রত্যেকেই তাঁর নির্বাচনী ক্ষেত্র, জেলা এবং এলাকার পরিস্থিতি সম্পর্কে তাঁকে জানান।