Abhishek Banerjee thanked the people of Madarihat
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: বিধানসভা উপনির্বাচনে ৬টি আসনেই দলের জয়জয়কার হয়েছে। শনিবার ফলাফল সামনে আসতেই দলীয় প্রার্থীদের শুভেচ্ছা জানালেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
এদিন এক্স হ্যান্ডেলে তিনি লেখেছেন, ‘মাদারিহাটের জনগণকে বিশেষ ধন্যবাদ, আমাদের প্রথম বারের মতো সুযোগ দেওয়ার জন্য।’বিরোধীদের লাগাতার কুৎসা, অপপ্রচারের পরও উপনির্বাচনের সবকটি আসনে জয়ের পর নাম না করে বিজেপিকে ‘জমিদার’ আক্রমণ করে অভিষেক লেখেন, ‘জমিদার (বিজেপি), সংবাদমাধ্যম এবং কলকাতা হাইকোর্টের একাংশ নিজেদের স্বার্থসিদ্ধির জন্য লাগাতার বাংলার ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। কিন্তু, বাংলার মানুষ তাতে সাড়া দেয়নি। তাঁরা ফের একবার তৃণমূলের উপরেই আস্থা রেখেছেন।’
তবে বিপুল জয়ের সব কৃতিত্ব দলের নেতা, কর্মীদের দিয়েছেন অভিষেক। তাঁদের কঠোর পরিশ্রম, একাগ্রতা এবং অক্লান্ত প্রচেষ্টার জন্যই এই ফলাফল বলে মনে করে তাঁর আশ্বাস, ‘তৃণমূল কংগ্রেস বাংলার সম্মান ও গর্ব রক্ষা করতে এবং বাংলার মানুষকে পরিষেবা প্রদান করতে লাগাতার এভাবেই কাজ করে যাবে।’