Team India’s star batsman Shubman Gill will play the relief match in the Indian camp
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: পারথে প্রথম টেস্ট জয়ের পরে ভারতীয় দলের মিশন এবার অ্যাডিলেড টেস্ট। আগামী ৬ ডিসেম্বর থেকে পিঙ্ক বলের টেস্ট ম্যাচ শুরু হবে। তার আগে চর্চার কেন্দ্রবিন্দুতে শুভমান গিল। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে ২ দিনের দিন-রাতের প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত। শনিবার থেকে এই ম্যাচ শুরুর আগে বিরাট সুখবর ভারতীয় শিবিরে।পারথ টেস্ট শুরু আগে থেকেই চোটের কবলে ছিলেম শুভমান গিল। প্রথম টেস্টের আগে অনুশীলন ম্যাচে বুড়ো আঙুলে চোট পেয়েছিলেন ভারতীয় দলেরক দলের তারকা ক্রিকেটার। যে কারণে প্রথম টেস্ট ম্যাচে খেলতে পারেননি। দ্বিতীয় ম্যাচেও আদৌও গিল খেলতে পারবেন কিনা তা নিয়ে বিগত কয়েকদিন ধরেই জল্পনা-কল্পনা চলছিল, এরইমধ্যে ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ককে বিরাট স্বস্তি দিলেন গিল। শুক্রবার ভারতীয় দলের অনুশীলনে দেখা গেল গিলকে। পিঙ্ক বলে অনুশীলন করতে দেখা যায় ভারতীয় তারকা ব্যাটারকে। ভারতীয় দলের অনুশীলনে দেখা গিয়েছে রোহিত শর্মাকেও। চোট কাটিয়ে গিলের অনুশীলনে ফেরা ভারতীয় থিঙ্ক ট্যাঙ্কের জন্য অতিরিক্ত স্বস্তিরক কারণ। তবে দ্বিতীয় টেস্টে তাঁকে খেলানো হবে তা এখনও নিশ্চিত করা বলা যাচ্ছে না কারণ সদ্য চোট কাটিয়ে ফিরেছেন গিল।