A new bill is coming in the assembly to stop illegal construction
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: এবার বেআইনি নির্মানের ক্ষেত্রে জামিন অযোগ্য ধারায় বিল আসছে রাজ্য বিধানসভায়। এতদিন সিভিল বিষয় হওয়ায় জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হত না। কিন্তু সম্প্রতি দেখা গেছে, গার্ডেনরিচসহ একাধিক এলাকায় রমরমিয়ে চলছে বেআইনি নির্মান কাজের ব্যবসা। পুলিশের তরফেও সেই সব কাজ সাময়িক বন্ধ করা হলেও এলাকাবাসির অভিযোগ, কিছুদিন পরই আবার অন্য কোথায় রমরমিয়ে ওঠে বেআইনি নির্মানের ব্যবসা। তা রুখতেই এবার বিধানসভায় বিল পাস হতে চলেছে। একদিন আগেই কলকাতা পুরসভার সংক্রান্ত বিষয় কথা বলতে গিয়ে, এই বিল আসার কথা জানিয়েছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। ২৫ নভেম্বর থেকে শুরু বিধানসভার শীতকালিন অধিবেশন,সেই সময়ই এই সংশোধনী আনা হতে চলেছে।