Assam girl assault prime accused escapes police custody dies after falling in pond
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: শুক্রবার গ্রেপ্তার করা হয় অসম নাবালিকা গণধর্ষণ কাণ্ডের ঘটনার মূল অভিযুক্ত তাফুজল ইসলাম। শনিবার রাতে তাকে নিয়ে ঘটনার পুনঃনির্মাণ করতে নিয়ে যাওয়ার সময় ওই যুবক পালানোর চেষ্টা করে এবং পাশের পুকুরে ঝাঁপ দেয়। সেখানেই তার মৃত্যু হয় বলে খবর।
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার সন্ধ্যায়। অভিযোগ, অসমের নগাঁও জেলায় এক ১৪ বছরের নাবালিকা টিউশন পড়ে ফিরছিল। সেই সময় তাঁর উপর ৩ জন মিলে যৌন নির্যাতন চালায়। রাতের দিকে ওই নাবালিকাকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করা হয় রাস্তার পাশ থেকে। এর পর ওই তরুণীকে ভর্তি করা হয় নগাঁও জেলার ধিং সরকারি হাসপাতালে। সেখানে চিকিৎসকরা নিশ্চিত করেন যে ঐ নাবালিকাকে গণধর্ষণ করা হয়েছে।
ঘটনার খবর প্রকাশ্যে আসতেই বিক্ষোভ শুরু করে অসমের ছাত্রসমাজ। এরপর তড়িঘড়ি তদন্ত শুরু করে পুলিশ। শুক্রবার গ্রেপ্তার করা হয় ঘটনার মূল অভিযুক্ত তাফুজল ইসলামকে। শনিবার রাতে তাকে নিয়ে ঘটনার পুনঃনির্মাণ করতে নিয়ে যাওয়ার সময় ওই যুবক পালানোর চেষ্টা করে এবং পাশের পুকুরে ঝাঁপ দেয়। সেখানেই তার মৃত্যু হয় বলে খবর।