Indian hockey team won the Asian Champions Trophy
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকির ফাইনালে দুরন্ত জয় ভারতের। চিনকে ১-০ গোলে হারিয়ে দিল ভারতীয় হকি দল। হরমনপ্রীতের শট বারে লেগে প্রতিহত হওয়ায় ব্যবধান বাড়াতে পারেনি ভারত, নাহলে আরও বড় জয় আসতে পারত। দঃ কোরিয়াকে সেমিফাইনালে উড়িয়ে দিয়ে এই ম্যাচে খেলতে নেমেছিল হরমনপ্রীত সিং, অভিষেক, জারমানপ্রীত সিংরা। ঘরের মাঠে চিন দলও বেশ ভালোই লড়াই দেয় ভারতের বিপক্ষে। চতুর্থ কোয়ার্টার পর্যন্ত আটকে রেখেছিল টিম ইন্ডিয়াকে। শেষ পর্যন্ত চতুর্থ কোয়ার্টারেই জয়সূচক গোলের দেখা পায় ভারত। হরমনপ্রীতের পাস থেকে দুরন্ত গোল করে ভারতকে এগিয়ে দেন যুগরাজ সিং। সেই লিডই ধরে রেখে পঞ্চমবারের জন্য শিরোপা জিতল ভারত।