India’s stunning victory in the Asian Champions Trophy
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: এশিয়ান মহিলা চ্যাম্পিয়ন্স ট্রফির হকিতে পরপর জিতেই চলেছে ভারত।প্রথম ম্যাচে মালেশিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছিলেন সঙ্গীতারা। সেই ম্যাচে গোল ছিল দীপিকা এবং সঙ্গীতা। নিজেদের দুরন্ত ফর্ম অব্যাহত রাখলেন তাঁরা দ্বিতীয় ম্যাচেও। এবার গোল করলেন তাঁরা দঃ কোরিয়ার বিরুদ্ধে। ৩-২ গোলে দঃ কোরিয়াকে হারাল ভারতীয় মহিলা হকি দল। প্রথমে সঙ্গীতার গোলে এগিয়ে গেছিল ভারত। এরপর দীপিকা ব্যবধান দ্বিগুন করলেও সমতায় ফেরে দঃ কোরিয়া পরপর দুগোল করে। ম্যাচের শেষ লগ্নে ভারতের হয়ে জয়সূচক গোলটি করেন দীপিকা। সেই সুবাদেই জয়ের হাসি হেসে মাঠ ছাড়ে ভারত। টিম ইন্ডিয়ার পরের ম্যাচ তাইল্যান্ডের বিপক্ষে, আগামী ১৪ই নভেম্বর।