Alliance with Congress is not permanent, said Kejriwal
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: কংগ্রেসের সঙ্গে তাঁদের জোট চিরস্থায়ী নয়, স্পষ্ট বার্তা দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। লোকসভা ভোটের আগে ইন্ডিয়া জোটে বেশ কয়েকটি বিরোধী দল কংগ্রেসের সঙ্গে এক হয়ে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের বার্তা দেয়। যদিও সেই দলগুলির মধ্যে অধিকাংশ ক্ষেত্রেই আসন ভাগাভাগি নিয়ে মতান্তর দেখা দিয়েছিল। এরই মধ্যে বড় বার্তা দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী, দিল্লিতে আপের সঙ্গে আসন সমঝোতা হলেও পঞ্জাবে হয়নি। এরই মধ্যে দিল্লির মুখ্যমন্ত্রী বললেন, কংগ্রেসের সঙ্গে তাঁদের জোট বর্তমান পরিস্থিতিকে মাথায় রেখে, এটা কোনও বিয়ের মতো নয় যে সারাজীবন থাকবে। এই মূহূর্তে দেশকে বিজেপির হাত থেকে বাঁচাতে গেলে, সকলকে এক হয়ে লড়তে হবে, সেই কারণে বিজেপির গুন্ডাগিরি বন্ধ করার লক্ষ্যে তাঁরা জোটে সামিল হয়েছেন। পঞ্জাবে তাঁদের সরকার ভালো কাজ করায়, প্রচুর ভোট পাবে এবং ১৩টি আসনেই তাঁরা জিতবেন বলে আশা করছেন কেজরিওয়াল, দিল্লিতেও তাঁরা ৪টি আসনে লড়াই করছেন, তিনটি ছেড়েছেন জোটসঙ্গী কংগ্রেসকে।