AAP will not fight in alliance with Congress in the next assembly elections.
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: দিল্লিতে লোকসভা নির্বাচনে ভালো ফল হয়নি কংগ্রেস বা আপ কারোরই। আগেই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছিলেন, দিল্লিতে কংগ্রেসের সঙ্গে এক হয়ে লড়লেও তাঁদের মধ্যে পারমানেন্ট কোনও জোট নেই। লোকসভার ফলে দিল্লিতে বিরোধী জোটের ভরাডুবির পরই হাত ছাড়লেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির বিধানসভা নির্বাচনে একা লড়ার সিদ্ধান্তই নিয়েছে আম আদমি পার্টি। লোকসভায় দিল্লিতে খারাপ পারফরমেন্সের পর দলের নেতা, বিধায়করা মিলে একটি পর্যালোচনা বৈঠকে বসেছিলেন। সেখানেই তাঁরা সিদ্ধান্ত নেন, আগামী বিধানসভা নির্বাচনে আর কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে লড়বে না তাঁরা, বরং একলা চলো রে নীতিই অবলম্বন করবেন বিভানসভা নির্বাচনে, সেক্ষেত্রে তাঁদের ফল ভালো হতে পারে। দিল্লিতে সাতটির মধ্যে সাতটি আসনই বিজেপির দখলে থাকায় ইন্ডিয়া জোটের ওপর বিধানসভা নির্বাচনে ভরসা করতে চাইছে না আপ।