Indian pacer Arundhati faces punishment from ICC.
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: ভারতীয় দলের তারকা পেসারকে শ্রীলঙ্কা ম্যাচের আগে শাস্তি দিল আইসিসি। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে অবৈধ আকার ইঙ্গিত করার জন্য শাস্তির মুখে পড়লেন অরুন্ধতী। আইসিসির কোড অফ কন্ডাক্টে লেভেল ওয়ান অপরাধ করার জন্য তাঁকে শাস্তি দেওয়া হয় এবং ১ ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়। ১ ডিমেরিট পয়েন্ট তিনি পেলেন ২৪ মাসের মেয়াদে এই প্রথমবারই। তাঁর পারফরমেন্স ছিল দুর্দান্ত। নিয়েছিলেন ৩ উইকেট। পাকিস্তানের ব্যাটিংয়ের শেষ ওভারে নিদা দারকে সাজঘরের উদ্দেশ্যে ইশারা করেন অরুন্ধতী। অর্থাৎ আউটের পর রাগের বহিঃপ্রকাশ করতে গিয়ে তাঁকে সাজঘরের উদ্দেশ্যে আঙুল দেখানোয়, আইসিসির শাস্তির মুখে পড়লেন তিনি। যদিও লেভেন ওয়ান অপরাধে জরিমানা ছাড়া আর কিছুই তেমন হয় না।