Arunachal Pradesh, Indian army truck fell into ditch. Three soldiers were killed. Four others were injured.
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: খাদে পড়ল ভারতীয় সেনার ট্রাক। নিহত তিন জওয়ান। আহত হয়েছেন আরও চার জন। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে অরুণাচল প্রদেশের আপার সুবানসিরি জেলায়।
নিহত জওয়ানদের নাম হাবিলদার নখাত সিং, নায়েক মুকেশ কুমার এবং গ্রেনেডিয়ার আশিস। তাঁরা সকলেই সেনাবাহিনীর ইস্টার্ন কম্যান্ডের কর্মী। ইটানগরের এক পুলিশ আধিকারিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, মঙ্গলবার অরুণাচলের আপার সুবানসিরি জেলায় খাদে পড়ে যায় সেনাবাহিনীর একটি ট্রাক। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই তিন জওয়ানের। আরও চার জওয়ানকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করা হয়েছে। স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাঁদের। ওই চার জওয়ান এখনও চিকিৎসাধীন।ঘটনায় শোকপ্রকাশ করেছে সেনাবাহিনীর ইস্টার্ন কম্যান্ড।