Armory found in Sealdah, arrested one
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: শিয়ালদহে মিলল বিপুল অস্ত্রের হদিশ। কলকাতা পুলিশের এসটিএফের হাতে পড়ল পাঁচটি আগ্নেয়াস্ত্র, সঙ্গে মিলল ৯০ রাউন্ড গুলি। হঠাৎ করেই পুলিশের এই অভিযান ছিল, আর তাতেই ধরা পড়ে যায় এত বড় অস্ত্রভান্ডারের সঙ্গে জড়িত। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ এলাকায় অভিযান চালায়। ইতিমধ্যেই ১জনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের এসটিএফ। ধৃত রাজাবাজার এলাকার মহম্মদ ইসমাইল। বৈঠকখানা বাজারের কাছে তিনিই বিশাল অস্ত্রভাণ্ডার গড়ে তুলেছিলেন। সেখানে অভিযান চালিয়েই এই অস্ত্র উদ্ধার হয়। ঠিক কি কারণে তিনি এত অস্ত্র মজুত করে রেখেছিলেন তা নিয়ে সন্দিহান পুলিশ। সামনের উপনির্বাচনে লাগতে পারত, নাকি ইমারতি ব্যবসাজাত কারণে এই অস্ত্র লুকিয়ে রেখেছিলেন, সেই নিয়ে খোঁজ চালাচ্ছে পুলিশ।