December 13, 2024 9:22 pm

২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

December 13, 2024 9:22 pm

২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

Armed militants attacked army forces:ফের দক্ষিণ-পশ্চিম বেলুচিস্তানে প্রায় ৪০ থেকে ৫০ জন সশস্ত্র জঙ্গি সেনা বাহিনীর উপর হামলা চালাল

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Pocket
WhatsApp

Again, around 40 to 50 armed militants attacked army forces in southwest Balochistan.

বিদেশ

মুনমুন রায় প্রতিনিধি:যে দেশ নিজে জঙ্গিদের লালন পালন করে এসেছে সেই দেশ এখন নিজেই জঙ্গি হামলায় জর্জরিত। সপ্তাহখানেক আগেই আফগানিস্তান ও ইরানের সীমান্তবর্তী বালুচিস্তানের একটি রেলওয়ে স্টেশনে আত্মঘাতী হামলা চালিয়েছিল বিএলএ। তাতে ২৬ জন নিহত হয়েছিলেন। তারপর এবার ফের বালুচিস্তানে সেনা বাহিনীর উপর হামলা চালাল জঙ্গিরা। বিএলএ আগের হামলার দায় স্বীকার করেছিল। তারা বলেছিল, যে আগের হামলাটি কোয়েটা রেলওয়ে স্টেশনে একটি পাকিস্তানি সেনা ইউনিটের উপর চালানো হয়েছিল। এছাড়াও বালুচিস্তানে বিভিন্ন সময়ে হামলা চালিয়েছে বিএলএ।

এবার পাকিস্তানের আধা সামরিক বাহিনীর একটি পোস্টে হামলা চালাল জঙ্গিরা। দক্ষিণ-পশ্চিম বালুচিস্তানে প্রায় ৪০ থেকে ৫০ জন সশস্ত্র জঙ্গি কালাত জেলার ফ্রন্টিয়ার কর্পস বালুচিস্তানে পরিচালিত একটি সীমান্ত পোস্টে হামলা চালায়। দুপক্ষের মধ্যে তুমুল গুলি বিনিময় হয়। প্রায় কয়েক ঘণ্টা ধরে চলে গুলির লড়াই। ঘটনায় ৭ জন সেনা জওয়ান নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। একজন স্থানীয় প্রশাসনিক আধিকারিক হতাহতের সংখ্যা নিশ্চিত করেছেন। তিনি জানান, আহতদের চিকিৎসার জন্য এই প্রত্যন্ত এলাকা থেকে কোয়েটায় বিমানে করে নিয়ে যাওয়া হয়। বালুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এই হামলার দায় স্বীকার করেছে। এই জঙ্গি সংগঠনের মুখপাত্র জিয়ান্দ বালোচ বিস্তারিত না জানিয়ে হামলার দায় স্বীকার করেছেন।

প্রশাসনের আধিকারিকদের দাবি, জঙ্গিরা বিদেশি লগ্নিতে বিভিন্ন জ্বালানি প্রকল্পগুলিকে টার্গেট করেছে। বিশেষ করে চিন থেকে দেশের সবচেয়ে দরিদ্র অংশের বাসিন্দাদের বাদ দিয়ে সম্পদ সমৃদ্ধ অঞ্চলকে শোষণ করার জন্য বহিরাগতদের অভিযুক্ত করেছে। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এই হামলার তীব্র সমালোচনা করেছেন। শনিবার এক্স হ্যান্ডেলে একটি পোস্টে জঙ্গি হামলার নিন্দা করে অপরাধীদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন।

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Pocket
WhatsApp

Related News

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top