Big step after Olympics, Archana Kamath quit table tennis
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: প্যারিস অলিম্পিক্সে হতাশ করেছে ভারতের টেবল টেনিস টিম।এই পরিস্থিতিতে টেবল টেনিস থেকে সরে দাঁড়ালেন ভারতের তারকা অর্চনা কামাথ। প্যারিস অলিম্পিক্স থেকে ফেরার পর অর্চনা টেবল টেনিস ছাড়লেন। যেমন গর্বের তেমনই এই কম বয়সে অবসরটাও চমকে দেওয়ার। অর্চনা জানিয়েছেন তিনি পড়াশোনা করতে চান।
তাঁর কোচ অনশুল গর্গ জানিয়েছেন, অর্চনা আর টেবল টেনিস খেলতে চান না। বদলে ও আমেরিকায় যাচ্ছে পড়াশোনার জন্য। রিপোর্টে বলা হয়েছে, অর্চনা কোচকে প্রশ্ন করেছেন যে আগামী অলিম্পিক্সে টেবল টেনিসে ভারতের পদক জেতার সম্ভবনা আছে কি না। তাঁর কোচ জানান, পদক জয়টা কঠিন। এরপরই অবসরের সিদ্ধান্ত নেন তিনি।