Delhi Chief Minister Arvind Kejriwal got bail. However, the prison sentence is not being cut now.
দেশ
আদালত সংবাদদাতা:
আবগারি দুর্নীতি মামলায় ইডি গ্রেফতার করেছিল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে। দীর্ঘ সময় তিহার জেলে থাকার পর ২৪এর লোকসভা নির্বাচনে আগে সুপ্রিম কোর্ট তাকে অন্তর্বর্তকালীন জামিন মঞ্জুর করে। সুপ্রিম কোর্ট অন্তর্বর্তীকালীন জামিন দিতে গিয়ে বেশকিছু শর্ত আরপ করেছিল। অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ শেষ হওয়ার পর দিল্লির মুখ্যমন্ত্রী আরবিন কেজরিওয়ালকে তিহার জেলেই ফিরতে হবে।
সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক লোকসভা নির্বাচনের প্রচার শেষ করে তিহার জেলে ফিরেছিলেন অরবিন্দ কেজরিওয়াল। নতুন করে দিল্লি রাউস এভিনিউ আদালতে জামিনের আবেদন জানালে, নিম্ন আদালত তাকে জামিন মঞ্জুর করেছিল। কিন্তু আপ নেতাকর্মীদের আনন্দ দীর্ঘস্থায়ী হলো না। ইডি র পক্ষ থেকে নিম্ন আদালতের নির্দেশ কে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে মামলা দায়ের করে। দিল্লি হাইকোর্ট নিম্ন আদালতের সেই নির্দেশ খারিজ করে দেয়।
অগত্যা দিল্লির মুখ্যমন্ত্রী আরবিন কেজরিওয়াল সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় দিল্লি হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে। শুক্রবার সেই জামিন সংক্রান্ত মামলার শুনানি হয় সুপ্রিম কোর্টে। ১০০ কোটি টাকার আবগারি দুর্নীতি মামলায় অবশেষে সুপ্রিম কোর্ট অরবিন্দ কেজরিওয়ালকে জামিনের মুক্তি দেন। তবে সুপ্রিম কোর্টের এই নির্দেশ কোনভাবেই স্বস্তি ফিরিয়ে দিতে পারেনি অরবিন্দ কেজিওয়াল কে।
আবগারি দুর্নীতি মামলায় কেন্দ্রীয় দুই তদন্তকারী সংস্থা সিবিআই এবং ইডি সমান্তরাল তদন্ত চালাচ্ছিল। সুপ্রিম কোর্ট ইডি র করা মামলায় জামিন দিলেও সিবিআই মামলায় এখনো জামিন পাননি অরবিন্দ কেজরিওয়াল। তাই তাকে আপাতত তিহার জেলেই থাকতে হচ্ছে। তবে সিবিআইয়ের করা মামলায় ফের নতুন করে জামিনের প্রস্তুতি শুরু করেছে আরবিন কেজরিওয়াল।