Trinamool leader has been accused of beating a youth to death on the night of Panchami
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: পঞ্চমীর রাতে আমজনতা উৎসবে আনন্দে মাতোয়ারা। সেখানে বচসাকে কেন্দ্র করে যুবককে পিটিয়ে খুনের অভিযোগ উঠল এক তৃণমূল নেতার বিরুদ্ধে। ওই তৃণমূল নেতা আবার ওয়ার্ড কমিটির সভাপতি। দলীয় প্রভাব খাটিয়ে কয়েকজন অনুগামীকে সঙ্গে নিয়ে যুবককে পিটিয়ে খুন করেন বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ।
মঙ্গলবার রাতে আরামবাগের পুরাতন বাজার সংলগ্ন এলাকার ঘটনা। গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত তৃণমূলের ওয়ার্ড সভাপতি হেমন্ত পালকে। মৃত যুবকের নাম দেবাশিস আশ (৩২)। অভিযুক্তের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছে বিজেপি।ঘটনার জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি সামাল দিতে পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে হাজির হন আরামবাগ থানার আইসি রাকেশ সিং।
অভিযুক্ত তৃণমূল নেতা হেমন্ত পালকে গ্রেফতার করা হয়। অভিযুক্ত তৃণমূল নেতা আরামবাগ পৌরসভার চার নম্বর ওয়ার্ড কমিটির সভাপতি। পুলিশ জানিয়েছে, মৃত যুবকের বাড়ি আরামবাগ পৌরসভার শ্রীনিকেতন পল্লিতে।