Trinamool Congress leader Arabul Islam threatened after getting bail.
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: জামিন পেয়েই হুঙ্কার দিলেন তৃণমূল কংগ্রেসের নেতা আরাবুল ইসলাম। শেষ কয়েক মাস জেলে থাকতে হয়েছিল তাঁকে। লোকসভা ভোটে দলের হয়ে কাজ করতে পারেননি তিনি। দলের পারফরমেন্স ভালো হলেও এরই মধ্যে গুঞ্জন শুরু হয়, ভাঙড়ে নাকি জায়গায় টলমল একসময়ের এই দাপটে নেতার। এখানে নওসাদ সিদ্দিকির জেতার পর থেকেই দলের সঙ্গে দূরত্ব বাড়ে তৃণমূলের এই নেতার। যদিও বারুইপুর আদালত থেকে জামিনে মুক্ত হওয়ার পর দলের দুই শীর্ষনেতা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূয়সি প্রশংসা করেন তিনি। পাশাপাশি তিনি হুঙ্কার দেন ভাঙরকে নিয়ে। সেখানে পঞ্চায়েত সমিতির এক ঘর থেকে তাঁর নেমপ্লেট সরে যাওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেন আরাবুল বুঝিয়ে দেন, তিনি এক ইঞ্চিও জমি ছাড়ছেন না ভাঙরে। তিনি বলেন, সেখানকার মানুষের ভোটে জিতে জনপ্রতিনিধি হয়েছেন তিনি। এই মূহূর্তে অসুস্থ থাকায় কিছু বলবেন না, সুস্থ হয়েই এই বিষয় মুখ খুলবেন বলে জানিয়েছেন আরাবুল ইসলাম।